মোঃ শাকিলের একটি কবিতা


 

প্রবাসের প্রহর

মোঃ শাকিল 

১৮/০৪/২০২৫


দেশ ছেড়ে পাড়ি দিলাম দূর অজানার পথে,

স্বপ্ন গাঁথা বুকের ভেতর, শ্রম ঘামে রথে।

চোখে ভেসে মায়ের মুখ, বাবার কাঁপা হাত,

ভাইয়ের হাসি, বোনের ডাকে হারায় শত বেদাত।


রোদে ঝলসে, ঘামে ভিজে গড়ি নতুন ভুবন,

প্রতি পয়সায় জমে থাকে অশ্রু আর পূজন।

দেশের টানে বুকটা কাঁপে, ফেরার আশায় দিন,

প্রবাস আমার ভাগ্য হলেও, হৃদয় রয় জন্মজমিন।