তারিখ লোড হচ্ছে...
🛑 ব্রেকিং নিউজ: লোড হচ্ছে...

লক্ষ্মীপুরে দুলাভাইয়ের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ


 লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তার দুলাভাইয়ের বিরুদ্ধে। সোমবার ভোরে এমন ঘটনা বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ওই নারী। 

অভিযুক্ত জামাল উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচার গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী জানান, তার বাড়ি সিলেট জেলায়। ওই এলাকার স্থানীয় এক ব্যক্তির সাথে দু'বছর আগে তার বিয়ে হয়। এরইমধ্যে এক সন্তান নিয়ে সুখেই কাটছে তাদের সংসার। বিয়ের কিছুদিন পর পাশ্ববর্তী গ্রামে ননদের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে ননদের জামাই জামাল উদ্দিন তার সাথে নোংরা ও বাজে প্রস্তাব দেয়। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলে আসার কয়েক মাস পর জামাল উদ্দিন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিচার দাবি করলে বিভিন্ন ভয়ভীতি ও নিজে আওয়ামী লীগের নেতা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান জামাল। পূর্বের ক্ষোভ থেকে বন্ধুদের সাথে নিয়ে গণধর্ষণের এই ঘটনাটিও ননদের জামাই জামাল উদ্দিন ঘটিয়েছে বলে অভিযোগ তার।

অভিযোগে বলা হয়, জামাল তাকে “অনেক দিন ধরে অনৈতিক প্রস্তাব’ দিচ্ছিল। ঘটনাটি তিনি স্বামীকেও জানিয়েছেন। এ নিয়ে সালিশ ডাকলেও জামাল আসেনি। উল্টো গৃহবধূকে ‘কুপ্রস্তাব’ দেওয়া অব্যাহত রাখে।

অভিযোগে বলা হয়, সোমবার ভোরে ‘প্রকৃতির ডাকে’ ওই নারী বাইরে বেরোলে জামালসহ পাঁচজন তাকে তুলে নিয়ে যায়। 

রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কবির হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, বিষয়টি গণধর্ষণ নয়। ভুক্তভোগীকে তার ননদের জামাই  জামাল উদ্দিন জোরপূর্বক ধর্ষণ করেছে। এঘটনায় আশরাফ ও নুর ইসলাম নামের দুইজন ধর্ষণে তাকে সহযোগিতা করেছে। ভুক্তভোগী নারী  জামালকে প্রধান করে অজ্ঞাত আরও চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সূত্র : ইত্তেফাক