শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সেকেন্দার আলী চোকদার (৬৫)। তিনি জেলার টংগিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের বাসিন্দা, পেশায় শরবত বিক্রেতা।
সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, শুক্রবার রাতে চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯ ফোন দেন। পরে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়।
তিনি জানান, গত দুই মার্চ বিকেল তিনটার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
তারিখ:
বই প্রকাশের জন্য ভালো প্রকাশনী খুঁজছেন?
তাহলে আজই যোগাযোগ করুন বই প্রকাশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
অনুলেখা প্রকাশন এর সাথে।
☎ যোগাযোগ: ০১৩০৯৭৭১০৫৩
🖥️ **এক বছর মেয়াদি ডোমেইনসহ** মাত্র
৭৯৯ টাকায় নিজের নিউজ পোর্টাল কিনুন!
আপনার লেখা সংবাদ, কবিতা, গল্প, মতামত ইত্যাদি প্রকাশ করতে চাইলে
আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন।
Sat | Sun | Mon | Tue | Wed | Thu | Fri |
---|
আজই নতুন লক্ষ্মীপুর নিউজপোর্টালে
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করুন সুলভ মূল্যে।
দেওয়ান রহমান
মীর মুহাম্মদ মুজাহিদ
অফিস : ২ নং গেইট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম।
মোবাইল : 01309771053 | ই-মেইল : natunlakshmipur@gmail.com
Social Plugin