তারিখ লোড হচ্ছে...
🛑 ব্রেকিং নিউজ: লোড হচ্ছে...

মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার


 মুন্সীগঞ্জে আট ও ১০ বছরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সেকেন্দার আলী চোকদার (৬৫)। তিনি জেলার টংগিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের বাসিন্দা, পেশায় শরবত বিক্রেতা।

সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, শুক্রবার রাতে চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯ ফোন দেন। পরে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। 

তিনি জানান, গত দুই মার্চ বিকেল তিনটার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।