নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান হাবিবকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার কোম্পানির কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হাবিবুর রহমান হাবু (৪২) উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের আতশ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি প্রতিবন্ধী তরুণী তার পেচাইন গ্রামের নিজ বাড়ি থেকে রাউৎগাঁও যাওয়ার পথে আসামি হাবিবুর রহমানের বাড়ির সামনে পৌঁছলে আসামি ওই তরুণীকে ডেকে তার বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে যদি ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে বলেও সে হুমকি প্রদান করে।
পরবর্তীতে ভুক্তভোগী তরুণীর মা সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন। এরপর গোয়েন্দা সূত্রে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ঝিনাইদহের সদর উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Social Plugin