আজ চায়নাতে বসে সেভেন সিস্টার্সের কথা বলতে যাইয়া চওড়া ভাষায় বলে ফেললেন, এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক আমরা। এবং ঠিকঠাক খেলতে পারলে বাংলাদেশ সত্যি সত্যিই এই এলাকার অভিভাবক হতে যাইতেছে।
ইউনূস সত্যিকার অর্থেই দক্ষিণ এশিয়ার ড্রাইভিং সিটে বসতে যাচ্ছেন খুব সম্ভবত।
রোহিঙ্গারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে।
আরাকানে বাংলাদেশ করিডোর চেয়েছে।
আজ চায়নাতে বসে সেভেন সিস্টার্সের কথা বলতে যাইয়া চওড়া ভাষায় বলে ফেললনে, এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক আমরা।
এবং ঠিকঠাক খেলতে পারলে বাংলাদেশ সত্যি সত্যিই এই এলাকার অভিভাবক হতে যাইতেছে।
না, সীমানা বাড়ানো, দখল করা টাইপ কোন কিছুই হবে না।
বাট আরাকান আর সেভেন সিস্টার্স স্বাধীন হলে, ওরা হবে বাংলাদেশের উপর হাইলি ডিপেন্ডেন্ট।
ওদের স্বাধীনতায় বাংলাদেশের পলিটিকাল এন্ড মিলিটারি সাহায্য থাকলে ঐ দেশের পলিটিক্সেও বাংলাদেশের গভীর প্রভাব থাকবে।
বাংলাদেশ প্রভাব বিস্তার করবে ওদের ব্যবসা, রাজনীতি ইভেন কালচারেও। কারণ ভারত থেকে স্বাধীন হলে ভারত তো আর কোন অপশন থাকবে না।
বাংলাদেশ হয়তো একদিন সত্যি সত্যিই হয়ে উঠবে এই অঞ্চলের একমাত্র অভিভাবক!!
সাদিকুর রহমান খান
Social Plugin