তারিখ লোড হচ্ছে...
🛑 ব্রেকিং নিউজ: লোড হচ্ছে...

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


 লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এ উপলক্ষে শহরের মাদামব্রীজ এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দসহ, জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে দিনভর লক্ষ্মীপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

/ বিডি প্রতিদিন