![]() |
ছবি : নুর নাহার মিম |
স্রোতের বিপরীতে
যে চলে গেছে কালের স্রোতে তোমার জীবন থেকে, তার জন্য মন খারাপ করতে নেই!!
কেননা, মহাকালের প্রবহমানতার সাথে সাথে তোমার জীবনসঙ্গীর তোমার জীবনে আগমন ঘটবে।।
এমন একটা মানুষ আসবে
যে ভিড়ের মাঝে হঠাৎ করেই বলে উঠবে, "ভালোবাসি।"
ভালোবাসি বলতে থাকবে না কোনো দ্বিধা-দ্বন্দ্ব।
তোমার শহরে, তোমার আসেপাশেই থাকবে কোনো না কোনো অজুহাতে।
যে রোজকার বিকেলে গোলাপ, বেলি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবে।
যে হাসির মাঝে আমায়েকভাবে ভালোবাসা খুঁজে বেড়াবে।
এই মানুষটা,
যে হঠাৎ করেই বলবে, "ভালোবাসি," এটাই বুঝি ব্যস, আর কিছু বুঝে কাজ নেই।
যার সাথে রাস্তার পাশে টঙের দোকানে চায়ের আড্ডা জমবে,
রাজনৈতিক আলাপ জমবে, সে আলাপের মাঝে বলে উঠবে, "ভালোবাসি প্রিয়সী"
মোহনাবৃত
মিথ্যেতে মেতে থাকি মিথ্যে সবকিছু
তারপরও জীবন কেন এতো রঙ পিপাসু।।
মিথ্যে ছিল, স্ব সাজানো, মিথ্যে ছিলো মায়া
সবকিছুর মাঝে শুধু অভিনয়ের খেলা।।
এ জীবনটা বৃথাই গেল মিথ্যে মায়ায় পড়ে
কতই না দিন কেটেছে অনাহারের মাঝে।।
ভালোবাসি, ভালো আছি, ভালোই আমি থাকি
তারই মাঝে সব দুঃখ-দুর্দশা আমি ভুলে যাই।।
সুখের মোহে পড়ে জীবনের রং ভুলে হারানো
স্মৃতির মাঝে কোনো এক অবিকাশি মোহতায় আসক্ত হয়ে
জীবনের রং ভুলে সাজ সেজেছে।।
ভুলে গেছে শালুক পাতার অতীত,
ভুলে গেছে শীতের সকালের দুর্বাঘাসের শিশির ভেজা কণ্ঠনিশ্চিত অনুভূতি।।
আমার জীবনে রং লাগেনি, সাজতে পারিনি শঙ্খের মালা,
হতে পারিনি গোলাপের পাপড়ি, গন্ধরাজের সুগন্ধি।।
তাই তো আমি ভুলতে পারিনি কৃষ্ণচূড়ার রং,
পারিনি ভুলতে কুয়াশায় ঢেকে থাকা বৃদ্ধলোকটির খেজুরের রসের ঢং,
পারিনি ভুলতে দোলনচাঁপা আর হলুদে ফুলের মেলা,
আজও পারিনি ভুলতে বকুল ফুলের পাগল করা গন্ধের দোলা।।
ভুলে গেছে তারা কৃষ্ণচূড়ার অতীত,
এখন তারা অভিপ্রেত হয়ে আছে প্রায় নিত্যসজ্জা প্রাণহীন ফুলের মোহতায়।।
ডুবে গেছে অরুণের আলো, ভুলে গেছে তারা
বালুকাময় জীবনের বালুকণার মেলা।।
ভুলে গেছে সবাই জোয়ার-ভাটার সেই সখ্যাতিত অবিশ্রিত খেলা।।
মেতে আছে, মিশে গেছে তারা জীবননাশকারী মোহতার মায়ায়।।
মেঘাচ্ছন্ন আকাশ
মেঘাচ্ছন্ন আকাশ
ঝড়ো পরিবেশ
বাইরে শীতলতা
বুকে দীর্ঘশ্বাস
আর হৃদয়ে উষ্ণতা।
গাঢ় অন্ধকার
হালকা বিজলি
গুঁড়ুম গুঁড়ুম আওয়াজ
বুকে মৃদু স্পন্দন
চোখে স্বপ্নের সাজ।
এখনই নামবে বৃষ্টি
ভিজবে সারা গা
কপোল বেয়ে পড়বে জল
মিলবে অধরে অধর
চুকে যাবে সব ছল।
ধোঁয়াশা
কাঁচের গায়ে বৃষ্টির ফোটা জল ছবি আর আঁকবে না।
জমানো অনেক কথা ছিল, তুমি তা কখনো বুঝবে না।
তোমায় ঘেরা সকল স্মৃতি হয়েছে আজ ধোঁয়াশা,
জমানো অনেক কথা ছিল, মিলিয়ে গেল কুয়াশায়।
মুক্ত আকাশে পাড়ি জমিয়ে দিলে, মুক্ত হলে তুমি,
তবুও তোমার সব অভিযোগ কেন আমায় নিয়ে?
স্নিগ্ধ হাওয়ায় বেশে তুমি কেন আবার আসো?
ধমকা হাওয়া মিলিয়ে গেলে আবার ভালোবাস।
মিথ্যে ভালোবাসায় আমি অনুভূতিতে রিক্ত,
রিক্ততায় সিক্ত হয়ে তোমাতেই আসক্ত।
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা,
পাপের কালিতে কালো হলো জীবনের পাতা।
তোমার অপেক্ষায় আমি অপেক্ষিত,
হয়তো তুমি অন্যের ভাবনায় জর্জরিত।
যদি হয় এমনটা, তবে না হয় গল্পটা অর্ধেকই থাক,
আমি না হয় স্বপ্ন ভেবে সামলে নেব নিজেকে।
তবু কেন ফিরে আসো, জর্জরিত হয়ে?
আবার কেন চলে যাও, দুঃখ আমায় দিয়ে?
এসো নাকি কখনো তুমি রিক্ত স্বপ্নঘরে,
আমি না হয় ভুলে যাব দুঃস্বপ্ন ভেবে।
তোমায় নিয়ে যত কথা হয়েছে ধোঁয়াশা,
তোমায় নিয়ে যত স্বপ্ন মিলিয়ে গেছে কুয়াশায়।
Social Plugin