লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে সয়াবিনের সবুজ সমারোহে ভরে উঠেছে মাঠ। চলতি মৌসুমে জেলায় ৪৩,৬৬০ হেক্টর জমিতে সয়াবিন আবাদ হয়েছে, যা থেকে প্রায় ৮৪,০০০ টন সয়াবিন উৎপাদনের আশা করা হচ্ছে। এর বাজারমূল্য প্রায় ৩৫০ কোটি টাকা।
জেলার চারটি উপজেলায় দেশের মোট সয়াবিনের ৮০ শতাংশ উৎপাদিত হয়। রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া ও চরলক্ষ্মী গ্রামে প্রায় ৯০ শতাংশ কৃষক সয়াবিন চাষে নিয়োজিত। মাটি উর্বর হওয়ায় এবং খরচ কম হওয়ায় কৃষকদের মধ্যে সয়াবিন চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে যাতে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত হয়।
Social Plugin