তারিখ লোড হচ্ছে...
🛑 ব্রেকিং নিউজ: লোড হচ্ছে...

নতুন লক্ষ্মীপুরের আত্মপ্রকাশে প্রফেসর মোঃ শাহ্ আলমের শুভেচ্ছা বার্তা

ছবি : প্রফেসর শাহ্ আলম
ছবি : প্রফেসর মোঃ শাহ্ আলম

 

জুলাই-আগস্টের নতুন বাংলাদেশে নতুন লক্ষ্মীপুর নিয়ে আসবে নতুন এক সম্ভাবনার দুয়ার ও সুযোগ। আমাদের জেলার একঝাঁক তরুণ মেধাবীর এই প্রচেষ্টা ও উদ্যোগ লক্ষ্মীপুর জেলাকে নতুনভাবে, নতুনত্ব নিয়ে দেশ ও বিশ্বদরবারে তুলে ধরবে—এই আশা ও প্রত্যাশা আমার আছে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী ছাত্রদের উদ্যোগে প্রকাশিত হয়েছে লক্ষ্মীপুর ভিত্তিক সংবাদ মাধ্যম “ নতুন লক্ষ্মীপুর ”। এটি আমাদের প্রিয় জেলা লক্ষ্মীপুরকে নতুন আঙিকে নতুনভাবে তুলে ধরার এক নতুন প্রয়াস বা উদ্যোগ, যা আমাকে অনুপ্রাণিত করেছে।

আপনারা জানেন, প্রিয় জেলা লক্ষ্মীপুর এমন সব মেধাবী ও যোগ্য মানুষে ভরপুর, যারা সমগ্র দেশ এবং বিদেশের মাটিতে বিভিন্নভাবে যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। প্রায় সব ক্ষেত্রে যোগ্য, প্রতিষ্ঠিত ও আলোকিত মানুষদের জন্মভূমিতে জন্মগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

জেলাটি শুধুমাত্র নারকেল-সুপারিতে ভরপুর নয়, এই জেলার সূর্যসন্তানরা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও সমানভাবে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে।

অনেক সম্মান ও মর্যাদার আসনে আসীন আমার জন্মস্থানকে নিয়ে আমি গর্বিত ও উচ্ছ্বসিত। আমার জন্ম সার্থক হয়েছে বলে আমি মনে করি।

এই জেলার একজন সন্তান হিসেবে "নতুন লক্ষ্মীপুর"-এর নতুনভাবে পথচলাকে আমি সাধুবাদ জানাই।

আশা করছি, জুলাই-আগস্টের নতুন বাংলাদেশে নতুন লক্ষ্মীপুর নিয়ে আসবে নতুন এক সম্ভাবনার দুয়ার ও সুযোগ। আমাদের জেলার একঝাঁক তরুণ মেধাবীর এই প্রচেষ্টা ও উদ্যোগ লক্ষ্মীপুর জেলাকে নতুনভাবে, নতুনত্ব নিয়ে দেশ ও বিশ্বদরবারে তুলে ধরবে—এই আশা ও প্রত্যাশা আমার আছে।

সংশ্লিষ্টদের বলবো, তোমাদের সকল নবউদ্যোগ আশাজাগানিয়া। সকল সুন্দরের সঙ্গে আমাকে সব সময়ের জন্য রাখবে এবং আমিও তোমাদের একজন সমর্থক হিসেবে সবসময় তোমাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।

আল্লাহ হাফেজ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রফেসর মোঃ শাহ্ আলম একাধারে একজন লেখক, কলামিস্ট,  রাজনৈতিক গবেষক এবং উপস্থাপক ( বিটিভি )। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এবং জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।