লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যাণপুর এলাকায় সোমবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি ঘর পুড়ে গেছে এবং একজন প্রতিবন্ধী যুবক দগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রিজেন্দনাল আচার্যের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লাগে, যা দ্রুত পার্শ্ববর্তী দুলাল আচার্য, পুরবী রানী পাল ও সুরেশ চন্দ্র পালের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দুলাল আচার্যের প্রতিবন্ধী ছেলে রনি আচার্য আগুনে দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে।
Social Plugin