মাত্র দুই মাসে নাজেরা এবং ৮মাসের মাথায় কুরআনে হাফেজ হয়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ওমর ফারুক আদনান (৮)। এমন খবরে উপজেলা জুড়ে খুশি আর শুকরিয়া জ্ঞাপনের আনন্দ। সে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামের জিয়া উদ্দিন রানার বড় ছেলে ।
মাদরাসা ও পারিবারিকসূত্রে জানা যায়, ২০২৪ সালের মাঝামাঝি ওমর ফারুক ভর্তি হয় স্থানীয় আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ্ বিভাগে। মাত্র আট মাসের মাথায় সম্পূর্ণ কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছে সে। চলমান পবিত্র মাহে রমজানে ওমর ফারুক মাদ্রাসায় খতমে তারাবীহ পড়ায়। কুরআন তেলওয়াত এবং হিফজ্ প্রতিযোগিতায় অংশগ্রহন করে পেয়েছে নানান সম্মাননা ও স্বীকৃতি। ৮বছর বয়সে মাত্র আট মাসে কুরআনে হাফেজ হওয়ায় বেশ খুশি তার সহপাঠী, শিক্ষক ও পরিবারের সদস্যরা।
হাফেজ ওমর ফারুক বলেন, মহান আল্লাহর সহযোগিতা, শ্রদ্ধেয় ওস্তাদ ও বাবা-মা’র দোয়া এবং নিজের প্রচেষ্টায় হাফেজ হয়েছি। আমি সবার কাছে দোয়া চাই যেন আলেম হয়ে ইসলামের খেদমতে ভূমিকা রাখতে পারি।
ওমরের বাবা জিয়া উদ্দিন রানা জানান, আমার দুই ছেলের মধে সে বড়। তার দাদী ও মায়ের ইচ্ছায় হিফজ বিভাগে ভর্তি হয়ে মাত্র আট মাসে হাফেজে কোরআন হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই ছেলের জন্য যেন সে একজন ভালো আলেম হয়ে ইসলাম তথা দেশবাসীর খেদমত করতে পারেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাহাদাত হোসেন জামিল জানান, ওমর ফারুক ভর্তি হওয়ার পর সে প্রথম প্রথম দুই-তিন পৃষ্ঠা করে পড়া মুখস্ত করতে পারে।
মনোযোগি ছাত্র হওয়ায় কয়েকদিন পর থেকে সে দৈনিক দশ থেকে পনের পৃষ্ঠা করে ইয়াদ করতে পারত। বন্ধের সময় কিংবা ছুটির সময় যখন অন্যান্য শিক্ষার্থীরা খেলাধূলা করতো তখনও সে কোরআন পড়ায় মশগুল থাকত। আমি তার জন্য দোয়া করি যেন সে বিশ্বসেরা আলেম হয়ে দ্বীনের খেদমত করতে পারে।
Social Plugin