তারিখ লোড হচ্ছে...
🛑 ব্রেকিং নিউজ: লোড হচ্ছে...

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আবদুল আল-আমিনের বিরুদ্ধে অভিযোগ

 


রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. আবদুল আল-আমিনের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের বিস্তর অভিযোগ পাওয়া গেছে। 

সম্প্রতি রামগঞ্জের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম আমার টিভির কমেন্টবক্সে অভিযোগ জানাতে দেখা যায় অসংখ্য ভুক্তভোগীকে। 

সেখানে মুনতাহা মুনা নামে একজন লিখেন,

“ ঘন্টার পর ঘন্টা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকি। গরমে কী যে কষ্ট হয় যারা দেখায় তারাই বুঝবে। তারপর ভিতরে গেলে ভালো ভাবে দেখে ও না। আর কোন কিছু না বুঝলে ২য় বার জিজ্ঞেস করলে এমন ব্যবহার করে! ওনাদের ও তো সন্তান আছে।  একটু সময় নিয়ে দেখলে কী হয়। কতো দূর দূরান্ত থেকে মানুষ আসে! টিকেট এর লাইন সিরিয়াল এর লাইন ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ”


সোহাগ আলম নামের আরেকজন মন্তব্য করেন, 

“ একজন মাস্টার্স করা ছেলেকে বলে,  আপনি রিপোর্টের কি বুঝবেন?বেশি কথা বললে আপনার ছেলের চিকিৎসা করবো না।এবং বাচ্চার চিকিৎসার রিপোর্ট গুলোও দেখেন নাই। সমস্যা একটাই,  প্রাইভেটে ওনাকে না দেখিয়ে,  অন্য ডাক্তার দেখিয়েছি কেনো। ”


সানজিদা রিমি নামের একজন লিখেন, 

“ উনি ডাক্তার হিসাবে খুবই ভালো। কিন্তু  সরকারি হাসপাতালে গেলে, ঠিকমতো সমস্যা শুনতে চায় না। বলতে গেলে,  আচরন খুবই বাজে দেখায়। 

ধমক দেয়, রাগ দেখাই প্রেসস্কিপশান হাত থেকে রেখে দেয়। এদিকে ঔষধ ভালো দেয়,আলহামদুলিল্লাহ উপকার পাওয়া যায়।উনার আচরণের উন্নতির প্রয়োজন। 

অন্য দিকে ঔষধ কোম্পানির লোকদের নিয়ে চেম্ভারে প্রচুর সময় নষ্ট করে, এতে করে অসুস্থ বাচ্ছা নিয়ে আসা অভিভাবকেরা অনেক অশান্তি ভোগ করে। ”


মন্তব্যের ঘরে ভুক্তভোগীরা জানান, ডা. আবদুল আল-আমিনের অন্যতম প্রধান সমস্যা তার বাজে আচরণ ও জবাবদিহিতার অভাব। এছাড়াও  মন্তব্যের ঘরে অনেককে তার অপসারণ ও শাস্তির দাবি জানাতেও দেখা গেছে।