লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুল বাসেত হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে আব্দুল আজিজ লিটন হাওলাদার (৫২), মো. হেলাল (৪২), মো. কাউছার (২৬), মুর্তজা মাহি (২১), জয়নাল (৪২), ও ইসারুল্লা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানা গেছে।
এর আগে গত দুইদিন আগে হায়দারগঞ্জ বাজারে রাতে বাসেত হাওলাদারের লোকজন হায়দারগঞ্জ বাজারে মিছিল বের করে। তারা বাসেত হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি করার জন্য হুঁশিয়ার করে মিজান সমর্থকদের উদ্দেশ্যে স্লোগান দেয়। এর জের ধরে শুক্রবার রাতে মিজান সমর্থকরা ঘটনার সময়ে তাদের নেতার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে মিছিল করে। ওই মিছিল থেকে মিজান সমর্থকরা হাওলাদার সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাজমুল ইসলাম মিঠু বলেন, এটি বিএনপি’র দলীয় বিরোধে ঘটেনি। ওখানে হাওলাদার ও সরদার পরিবারের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। তারা দলীয় পদ-পদবিতে থাকায় এটিকে বিএনপি’র সংঘর্ষ বলে প্রচার করা হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তিনজন আহত হয়েছে বলে জানান তিনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Social Plugin