তারিখ লোড হচ্ছে...
🛑 ব্রেকিং নিউজ: লোড হচ্ছে...

রায়পুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবক কারাগারে


 লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা জাকির হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চরমোনা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়েছে।

জাকির একই এলাকার দিনমজুর মনির আহম্মেদের ছেলে। তার বাবা মনিরের সহযোগিতায় তাকে আটক করে পুরিশ। তবে অভিযুক্ত জাকিরের বাবা মনির আহম্মেদ বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগী। তাই অভিযুক্ত জাকিরকে তিনি নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রায়পুর পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দিরে এক যুবক মুখে রুমাল বেঁধে একটি প্রতিমা ভাঙচুর করে। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালানো ব্যক্তির ছবি ধরা পড়ে। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যে ওই যুবককে শনাক্ত করে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের মামলায় দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।