তারিখ লোড হচ্ছে...
🛑 ব্রেকিং নিউজ: লোড হচ্ছে...

৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের শিশু


 মাত্র ৯১ দিনে পবিত্র কোরআনের সম্পূর্ণ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার বিস্ময়কর এক কৃতিত্ব গড়েছেন ৬ বছর বয়সী শিশু আব্দুর রহমান। প্রখর এই মেধাবী শিক্ষার্থী রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকার পুলিশ হাউজিংয়ে অবস্থিত স্বনামধন্য ইংলিশ ভার্সন স্কুল ও মাদ্রাসা ‘আল ইন্তিফাদা ইনস্টিটিউট’-এর দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। হিফজ শেষ করে বর্তমানে অধ্যয়ন করছেন রিভিশন বিভাগে।

হাফেজ আব্দুর রহমান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জৌনপুরি গ্রামের বাসিন্দা। প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা দম্পতির সন্তান।


প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিশু আব্দুর রহমান ২০২৩ সালের ডিসেম্বরে শেষের দিকে আল ইন্তিফাদা ইনস্টিটিউটে ভর্তি হয়। ২০২৪ সালের ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার পড়ালেখা শুরু হয়। প্রথমে সে কোরআন দেখে দেখে পড়া শুরু করে। পরে মাত্র ৯১ দিনের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলে। ইংরেজিতেও তার রয়েছে বিশেষ দক্ষতা, যা যে কাউকেই মুগ্ধ করার মতো।

শিক্ষকদের পরম যত্ন ও নিবিড় পরিচর্যায় কোরআনের এই হাফেজ এখন অন্যদের জন্য এক অনুপ্রেরণা। দুনিয়া ও আখেরাতে সফলতার প্রতীক হিসেবে বিশ্বসেরা আলেম হতে চান শিশু আব্দুর রহমান।