তারিখ লোড হচ্ছে...
🛑 ব্রেকিং নিউজ: লোড হচ্ছে...

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০ হাফেজকে সংবর্ধনা


 লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান ওয়েলফেয়ার’র ব্যানারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। এসময় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুন অর রশীদ, সোনাপুর বড় মসজিদের খতিব হারুন অর রশীদ।

এছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি এমরান হোসেন, সহকারী সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারী, ইখলাস ফাউন্ডেশনের সভাপতি মাস্টার ফয়সাল আহমেদ, রামগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক রুবেল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, আল কোরআন অ্যাকাডেমির সভাপতি শেখ মোবারক উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি নাজমুল হাসান পাটোয়ারী বলেন, মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়। আসুন আমরা কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করি।

প্রধান অতিথি আবুল বাশার বলেন, মানুষের কাছে কোরআনের সঠিক বার্তা প্রচার করতে হবে। পবিত্র কোরআনের আলোতে বিশ্ব আলোকিত হোক।

সংগঠনটির সভাপতি টিপু সুলতান বলেন, কোরআনে হাফেজদেরকে সমাজের প্রত্যেক মানুষ পছন্দ করেন। তারা সুন্দর সমাজ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে।