ত্যাগী ও নির্যাতিত অধিকাংশ কর্মীদের বঞ্চিত করে সুবিধাবাদীদেরকে নিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ নুর প্লাজা মার্কেটের সামনে এসে সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে ‘এক তরফা’ কমিটি ভেঙে দিয়ে ত্যাগীদের নিয়ে উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করার আহ্বান করা হয়।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বেগের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোরশেদ আলম, সুমন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম, যুবদল নেতা মারুফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও যুবদল নেতা কামাল উদ্দিন রায়হান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, মহিলা দল নেত্রী নয়ন বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল নেতা হারুন রশীদ, যুবদল নেতা মোতালেব হোসেন, ওমর ফারুক, আব্দুল মন্নান ব্যাপারী, সফিক পাটওয়ারী, মোশাররফ হোসেন, ফারুক হোসেন, যুবদল নেতা নেকবর, কামাল হোসেন, তারেক আজীজ, আজিজ মজুমদার প্রমুখ।
Social Plugin