তারিখ লোড হচ্ছে...
🛑 ব্রেকিং নিউজ: লোড হচ্ছে...

রামগঞ্জে যুবদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা


 ত্যাগী ও নির্যাতিত অধিকাংশ কর্মীদের বঞ্চিত করে সুবিধাবাদীদেরকে নিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ নুর প্লাজা মার্কেটের সামনে এসে সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ‘এক তরফা’ কমিটি ভেঙে দিয়ে ত্যাগীদের নিয়ে উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করার আহ্বান করা হয়। 

উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বেগের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোরশেদ আলম, সুমন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম, যুবদল নেতা মারুফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও যুবদল নেতা কামাল উদ্দিন রায়হান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, মহিলা দল নেত্রী নয়ন বেগম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল নেতা হারুন রশীদ, যুবদল নেতা মোতালেব হোসেন, ওমর ফারুক, আব্দুল মন্নান ব্যাপারী, সফিক পাটওয়ারী, মোশাররফ হোসেন, ফারুক হোসেন, যুবদল নেতা নেকবর, কামাল হোসেন, তারেক আজীজ, আজিজ মজুমদার প্রমুখ।